মোঃ মাকসুদুর রহমান ( রোমান) শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ এবং ভাইস চেয়ারম্যান পদে আবু হামযা কনক ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে লাকী আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ২১ মে মঙ্গলবার রাতে ওই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।ঘোষিত ফলাফল অনুযায়ী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ দোয়াত-কলম প্রতীক নিয়ে ২০ হাজার ৬৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোকশেদুল হক শিবলু কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ২১৩ ভোট।চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ আনারস প্রতীকে ১৬ হাজার ১০৭ ভোট, উপজেলা পরিষদের দুইবারের ভাইস চেয়ারম্যান হাজার ১৬ ভোট ও উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন মোটর সাইকেল প্রতীকে ১১ হাজার ৬৯৫ ভোট পেয়েছেন।মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ঘোড়া প্রতীকে ১৩এছাড়া ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগেরআহবায়ক আবু হামযা কনক চশমা প্রতীকে ৩১ হাজার ১৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু পেয়েছেন ২৭ হাজার১৪২ ভোট।আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন লাকী আক্তার।