1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
শাহজাদপুরে আলোচিত তারা হত্যা মামলার প্রধান আসামি মমতাজকে গ্রেফতার করেছে র‍্যাব। - Bikal barta
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| রাত ২:৫৬|

শাহজাদপুরে আলোচিত তারা হত্যা মামলার প্রধান আসামি মমতাজকে গ্রেফতার করেছে র‍্যাব।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় শনিবার, অক্টোবর ১২, ২০২৪,
  • 50 জন দেখেছেন

 

মোঃ আলামিন সরকার,

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, 

সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত তারা হত্যা মামলার পলাতক প্রধান আসামি মমতাজকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও র‍্যাব-১২’র সদস্যরা।

 

শনিবার (১২ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‍্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন. এম আবুল হাশেম সবুজ।

 

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় র‍্যাব-১২ এবং র‍্যাব-১১’র একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মমতাজকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের মৃত জবান আলী প্রাং এর ছেলে মমতাজ প্রাং (৬০)।

 

সিরাজগঞ্জ র‍্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন.এম আবুল হাশেম সবুজ এর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৬ আগস্ট ২০২৪ তারিখ সকাল অনুমান সাড়ে ১০ টার সময় দুর্বৃত্তরা লাঠি, লোহার রড, ফালা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতাবদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে শাহজাদপুর থানার কায়েমপুর গ্রামস্থ ভিকটিম তারা সরকার ওরফে জুলমত সরকার এর বসত বাড়ীতে অনধিকারে প্রবেশ করে এবং তারা ভিকটিমকে গালিগালাজসহ তার বাড়ী-ঘর ভাংচুর করতে থাকে। ভিকটিম দুর্বৃত্তদেরকে বাধা নিষেধ করলে আসামি মমতাজ প্রামাণিক হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে ভিকটিমকের মাথার মাঝখানে কোপ দিয়ে গুরুত্বর জখম করে এবং অন্যান্য আসামিরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বর জখম করে। এলোপাথারী মারপিটের ফলে ভিকটিম তারা সরকার ওরফে জুলমত সরকার ঘটনাস্থলেই মৃত্যবরণ করে। এই ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ মিতু খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩, তারিখ-১৪ আগস্ট ২০২৪, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪/৩৪ দন্ড বিধি ১৮৬০।

 

এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ র‍্যাব-১২’র অধিনায়ক মোঃ কামরুজ্জামান পিপিএম, এর দিকনির্দেশনায় গত ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার সময় র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‍্যাব-১২, সদর কোম্পানি এবং র‍্যাব-১১, সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের আলোচিত তারা সরকার ওরফে জুলমত সরকারকে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মমতাজকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা নগদ ১,৫০০ টাকা জব্দ করা হয়।

 

পরে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!