1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৭৪,৫৪,২৪০ ভারতীয় শাড়ী, থ্রি-পিছ, কসমেটিকস ও বিভিন্ন পন্য সহ ০১ (এক) টি কার্ভাড ভ্যান আটক - Bikal barta
২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:০৮|
সংবাদ শিরোনামঃ
ডাক্তারের অবহেলায় রোগীর অকাল মৃত্যু! জনসম্মুখে চিকিৎসককে ব্যাপক মারধর ভিয়েনা রাজ্য নির্বাচনে পুনরায় মনোনয়ন পেলেন ভোলার কৃতি সন্তান- মাহমুদুর রহমান নয়ন ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ।  ভাঙ্গায় পুর্ব শত্রুতার জের ধরে ২৫টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর-লুটপাট সহ অগ্নিসংযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত এক আসামী সহ ৩ জন গ্রেপ্তার রংপুরের কাউনিয়া ফুটবল একাডেমি, বাফুফের নিবন্ধন পেল।  ঈশ্বরদী চালের মোকামে ভরপুর জোগান, তবু দাম বেশি নিচ্ছে ব্যবসায়ীরা,,  গোবিন্দগঞ্জে ঐতিহ্যবাহী রাজা বিরাটের হবিষ্যি ভক্ষণ মেলা শুরু বীরগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি জসিম গ্রেফতার পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে আটক কনস্টেবল প্রত্যাহার

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৭৪,৫৪,২৪০ ভারতীয় শাড়ী, থ্রি-পিছ, কসমেটিকস ও বিভিন্ন পন্য সহ ০১ (এক) টি কার্ভাড ভ্যান আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় সোমবার, মার্চ ১৭, ২০২৫,
  • 86 জন দেখেছেন

সিলেট ব্যুরো অফিস:

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৭৪,৫৪,২৪০/-(চুয়াত্তর লক্ষ চুয়ান্ন হাজার দুইশত চল্লিশ) টাকার ভারতীয় শাড়ী, থ্রি-পিছ, কসমেটিকস ও বিভিন্ন পন্য সহ ০১ (এক) টি কার্ভাড ভ্যান আটক, ০২ (দুই) জন গ্রেফতারঃ

 

১৬/০৩/২০২৫ খ্রিঃ রাত অনুমান ২২.২৫ ঘটিকায় শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ)/মোঃ সানাউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট সংলগ্ন সিএনজি স্ট্যান্ডের পাশে মধু মিঠাই নামক দোকানের সামনে রাস্তার উপর চেকপোস্ট করাকালে ০১ (এক) টি হলুদ ও নীল রংয়ের লালন শাহ ট্রান্সপোর্ট লেখা কার্ভাড ভ্যান, যার রেজিঃ নং-খুলনা মেট্রো-ট-১১-২০২১ আটক সহ ০২ (জন) জনকে গ্রেফতার করা হয়।

আটক পণ্যসমূহের বিবরণ:১. Red Bull ENERGY DRINK: ৪,৫৩৬ পিস, মোট মূল্য ১৪,৯৬,৪৪০/- টাকা, ২. NEHA Fast Colour মেহেদী: ১৪,৪০০ পিস, মোট মূল্য ৬,৪৮,০০০/- টাকা, ৩. ST ব্যান্ডের চশমা: ৪,৮০০ পিস, মোট মূল্য ২৮,৮০,০০০/- টাকা, ৪. Ten-London EYEWEAR ব্যান্ডের চশমা: ১,০২০ পিস, মোট মূল্য ৬,১২,০০০/- টাকা, ৫. ভারতীয় শাড়ী: ৩৫৪ পিস, মোট মূল্য ১০,৬২,০০০/- টাকা, ৬. ভারতীয় থ্রি-পিছ: ২৭৬ পিস, মোট মূল্য ৬,০৭,২০০/- টাকা, ৭. ভারতীয় লেহেঙ্গা: ২৩ পিস, মোট মূল্য ১,১৫,০০০/- টাকা, ৮. ভারতীয় জামা (ছোটদের টু-পিস): ৪২ পিস, মোট মূল্য ৩৩,৬০০/- টাকা, সর্বমোট মূল্য: ৭৪,৫৪,২৪০/- টাকা (চুয়াত্তর লক্ষ চুয়ান্ন হাজার দুইশত চল্লিশ)।

গ্রেফতারকৃত আসামী:১. সিরাজুল ইসলাম (২৬), পিতা: তরফদার জালাল, মাতা: হাওয়া বেগম, গ্রামের ঠিকানা: পিত্যে, থানা- রামপাল, জেলা- বাঘেরহাট। ২. শিমুল মোল্লা (২৭), পিতা: মোঃ বক্কার মোল্লা, মাতা: আছমা বেগম, গ্রামের ঠিকানা: পিত্যে, থানা- রামপাল, জেলা- বাঘেরহাট।

উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রঃ) থানায় এফআইআর নং-১৬, তারিখ- ১৭ মার্চ, ২০২৫ খ্রিঃ, Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D রুজু হয়। আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!