আবুনাঈম রিপন: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে শিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা,মানববন্ধন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর শনিবার সকালে শিবপুর উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক নুর উদ্দিন মোঃ আলমগীর। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব।এ সময় আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক মোঃ শের এ জাহান মৃধা, শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি প্রভাষক মোখলেছুর রহমান মোল্লা প্রমুখ।আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।