কলমে- প্রদীপ কুমার
তারিখ- ০৩/০৫/২০২৪ ইং
শোনরে নবীন শিশুর দল
স্বাধীন বাংলার সেনা,
লক্ষ রক্তের বিনিময়ে
এই পতাকা কেনা।
জন্মভূমি মায়ের দেশ
বাংলা মোদের ভাষা,
এই ভাষাতেই কথা বলি
এই ভাষাতেই আশা।
জীবন দিয়ে রাখবো মান
আজকের শিশুর দল,
শক্তি সাহস সঞ্চয় করে
রাখবো মনে বল।
ধরবো মোরা দেশের লাগাম
এই করিবো পণ,
হোকনা মোরা কামার চাষী
এক হয়ে সব মন।