মোঃ মাকসুদুর রহমান রোমান শেরপুর জেলা প্রতিনিধি:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে আহত করা ও হত্যা চেষ্টা মামলায় শেরপুর পৌর শহরের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শরাফত আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব।গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে জেলা শহরের মোবারকপুর মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত শরাফত আলী মোবারকপুর মহল্লার মৃত মোকসেদ আলী মাতবরের ছেলে।
র্যাব জানায়, ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুষ্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর গুলি চালান। এতে শিক্ষার্থী সজিব মিয়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে শেরপুর সদর থানায় মামলা করা হয়েছে। সেই মামলায় আসামি মো. শরাফত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।