অদ্য ভোর ০৬ টার সময় গোপালগঞ্জ থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে তালা থানার হরিশ্চন্দ্রকাটি নামক স্থানে ঠিকাদারদের অবহেলার কারণে রাস্তার পাশে খাদে ট্রাক পড়ে সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই কয়রা উপজেলার মহারাজপুরের মাদারবাড়ি গ্রামের শহিদুল গাজী ও মনিরুল সরদার নামে দুজন মৃত্যুবরণ করেন। মোঃ আল আমিন সরদার নামে একজন মুমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত ব্যক্তিদের খোঁজ-খবর নিতে তালা থানায় উপস্থিত হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় মানবিক বিবেচনায় মৃত ব্যক্তিদের মরদেহ পরিবার পরিজনের কাছে হস্তান্তর করা হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনা হৃদয় ছুয়ে যায়। শ্রমজীবী কর্মজীবী মানুষেরা এলাকায় কাজ না থাকার কারনে তীব্র তাপদাহের মধ্যে জীবন-জীবীকার তাড়নায় পিতা-মাতা, স্ত্রী, সন্তান বাড়িতে রেখে ধান কাটা শ্রমের মধ্য দিয়ে ধান উপার্জনের জন্য দূরদেশ গিয়েছিলেন। ধান কাটা শেষে নিরাপদে শ্রমের উপার্জিত ধান ট্রাক বোঝাই করে দলের সকলকে নিয়ে আনন্দ সহকারে বাড়ি ফিরছিলেন, তাদের মন ছিলো উৎসাহ, আনন্দে ভরপুর। কারন, তারা সারা বছরের খোরাকি সংগ্রহ করে বাড়ি ফিরে পরিবারের সকলের হাসিমুখ দেখবে এই প্রত্যাশায় তারা ছিলো উদগ্রীব। পতিমধ্যে বাধ সাধে এই মর্মান্তিক দুর্ঘটনা, তাদের সকল স্বপ্ন চুরমার হয়ে যায়। মায়ের অপেক্ষা, স্ত্রীর প্রত্যাশা, সন্তানের পথ চাওয়া বুকভাঙ্গা অশ্রুতে পরিনত হয়।
আমার নির্বাচনের পূর্বে এবং পরে স্বপ্ন বাস্তবায়নের জন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছি, আমার এলাকার কোন শ্রমজীবী মানুষকে জীবন জীবীকার উদ্দেশ্যে দূরাগত কোন স্থানে পাড়ি জমাতে না হয়। যে ধান কাটা উপার্জনের জন্য তাদের দূর এলাকায় পাড়ি জমাতে হয়েছিলো, সেই ধান যদি আমার এলাকায় ফলানো সম্ভব হতো, তাহলে শত শত মানুষ এলাকা ছেড়ে বাইরে ধান কাটতে যাওয়ার প্রয়োজন হতো না।
এই দুর্ঘটনার জন্য তাৎক্ষণিক ভাবে যাকে দায়ী করা যায়, সে হলো বেদগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা রাস্তার ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ। দীর্ঘদিন যাবত ঠিকাদার হিসাবে রাস্তা নির্মানের নামে সকল প্রকার নিয়ম নীতি লঙ্ঘন করে রাস্তাটা ফেলে রেখেছিল। অনেক স্থানে বিপদজনক ভাবে খুড়ে রেখেছে, সে কারনে ইতোমধ্যে অনেক দুর্ঘটনা ঘটেছে, আজকের দুর্ঘটনা চুড়ান্ত রূপ নিয়েছে। ভবিষ্যতে ঠিকাদার অচিরেই রাস্তার কাজ শেষ না করলে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সড়ক উন্নয়নের দায়িত্বে যে সকল কর্মকর্তারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষন করছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড যাতে বাধাগ্রস্ত না হয় তার জন্য এ ধরনের দায়িত্বহীন ঠিকাদার দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য।
অবশেষে কয়রা, পাইকগাছার সকলের কাছে বিনয়ের সাথে আবেদন করছি, আমরা আমাদের এলাকায় কর্ম সৃজনের বিভিন্ন পদ্ধতি গড়ে তুলি। তার মধ্যে কৃষি পেশা অন্যতম। এই পেশা ফিরিয়ে আনতে পারলে আমাদের এলাকার শ্রমজীবী, কর্মজীবী মানুষের বাইরে যাওয়ার প্রয়োজন পড়বে না, এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে দ্রুত এগিয়ে যাবে।
আজকের দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদ্বয়ের আত্মার মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহপাক যেনো তাদের বেহেশত নসীব করেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তার দ্রুত সুস্থতা কামনা করছি।