ইমরান হোসেন
মৌলভীবাজার প্রতিনিধি :
আজ শনিবার (২৩ মার্চ) শ্রীমঙ্গল শহরের সাদী মহল কমিউনিটি সেন্টারে শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মুসলিম শিক্ষকদের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার মাহফিলের অংশ নেন প্রাথমিক শিক্ষক সমিতির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সকল স্কুলের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। এই ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে দাওয়াত ছিল শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়ের। তিনি অন্য একটি এতিমখানায় এতিমদের সাথে ইফতারের অংশ নেন। সে ক্ষেত্রে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতারে সঠিক সময়ে পৌঁছাতে পারেননি। ইফতারের শেষ পর্যায়ে এসে শিক্ষক সমিতির ইফতারের তিনি অংশ নেন। দেরিতে হলেও শিক্ষক সমিতির ইফতারে অংশ নেওয়ায় উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক সমিতি নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের শিক্ষকবৃন্দ। এ সময় উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় সঠিক সময়ে ইফতারে অংশগ্রহণ করতে না পারায় শিক্ষক সমিতির সকলের নিকট দুঃখ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি জহর তরফদার, সাধারণ সম্পাদক কল্যাণ দেব সহ শিক্ষক সম্মতির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।