মোঃ আরফাতুল ইসলাম সানি চকরিয়া কক্সবাজার প্রতিনিধি: শনিবার (১১জানুয়ারী)চকরিয়া সড়ক উপ-বিভাগীয় কার্যালয়ের শ্রমিক কর্মচারীদের উদ্যোগে কর্তব্যরত অবস্থায় ও অবসরকালীন মৃত্যু বরণকারী কর্মকর্তা-কর্মচারীদের স্মরণে (৭ম)তম পবিত্র ইছালে সাওয়াব মাহফিল সড়ক ও জনপদ চত্বরে মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এই বিশাল ইছালে সাওয়াব মাহফিলে আলহাজ্ব মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে প্রধান বক্তার আলোচনা পেশ করেন শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ (লোহাগাড়া)।
এতে বিশেষ বক্তার আলোচনা পেশ করেন মাওলানা মুফতি আবু হানিফা মুহাম্মদ নোমান (চট্টগ্রাম), চকোরিয়া বাস ষ্টেশন জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ কফিল উদ্দিন এম এ, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন হেলালী (চকোরিয়া), মাওলানা মুহাম্মদ আশরাফুল মোস্তফা বিন নূরী ( সাহারবিল), আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী খাঁন (কাকারা) ও মাওলানা হাফেজ মুহাম্মদ সাইফুল আলম (স্টেশনপাড়া)।
মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রমিক সংগঠন কক্সবাজার জেলা এবং সড়ক ও জনপদ বিভাগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম।
এসময় কর্তব্যরত অবস্থায় ও অবসরকালীন মৃত্যু বরণকারী পরিবার-বর্গের পক্ষে মোহাম্মদ ইমরানুল হকসহ, সাংবাদিকবৃন্দ, অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।