অনলাইন ডেস্ক :: দৈনিক শ্যামল সিলেট ও জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক অজামিল চন্দ্র নাথ এর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটি। ৯ সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির সিলেট বিভাগীয় আহবায়ক আব্দুল আলীম রানা ও সদস্য সচীব লাকী আক্তার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন অকাল প্রয়াত সাংবাদিক অজামিল চন্দ্র নাথ তরুন সাংবাদিকদের আইডল। তাহার চলে যাওয়ার ক্ষতি পুরণ হবার নয়। আমরা তাহার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
উল্লেখ্য গত একমাস যাবৎ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিওতে চিকিৎসাদিন অবস্থায় পরলোকগমন করেছেন।
৮ সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ রবিবার সন্ধ্যায় তিনি ইহলোক ত্যাগ করেন৷ সাংবাদিক অজামিল চন্দ্র নাথ গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সাবেক দুইবারের সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা। সাংবাদিক অজামিল চন্দ্র নাথ দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস রোগে ভূগছিলেন, তাছাড়া কয়েক দিন ধরে মাথার ব্রেইনে সমস্যা দেখা দেয়, এতে গত (১ লা আগষ্ট) রাতে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাৎক্ষণিক ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে তাকে আইসিওতে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই তিনি শেষ নি:শ্বাষ ত্যাগ করেন।