স্টাফ রিপোর্টার-
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ও চাঁদনী মিডিয়া গ্রুপ লিঃ এর চেয়ারম্যান সাংবাদিক মোঃ সাইফুল ইসলামের চাচা বিশিষ্ট সমাজসেবক মো. শওকত আলী আর নেই। ইন্না———– রাজেউন। রোববার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে সহ আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তিনির দাফন করা হয়। এদিকে সাংবাদিক সাইফুল ইসলামের চাচার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, চট্টগ্রাম মহানগর, বরগুনা জেলা শাখা, নোয়াখালী জেলা শাখা,সিলেট বিভাগীয় কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কেন্দ্রীয় কমিটি, আলো মিডিয়া গ্রুপ, সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যবসায়ী সাংবাদিকবৃন্দ। শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।