সিলেট প্রতিনিধি: : দেশে থাকতে বিএনপি ও জামায়াতের রাজনীতিতে জড়িত ছিলেন। প্রবাসে গিয়েও খুঁজে নিয়েছেন নিজেদের আদর্শিক রাজনৈতিক প্লাটফর্ম। বর্হিবিশে^র উদার রাজনৈতিক পরিবেশের সুযোগকে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের গুরুত্বপূর্ণ এমপি থেকে শুরু করে উর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করছে একটি চক্র। তাদের অধিকাংশই বৃহত্তর সিলেটের বাসিন্দা এবং সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা করেও তাদের থামানো যাচ্ছেনা। তারা একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এতে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মনে করেন আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, কতিপয় বিএনপি-জামায়াত নেতাকর্মীকে যুক্তরাজ্যে একটি মানবাধিকার সংগঠনের ছত্রচ্ছায়ায় বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সরকারবিরোধী নানা আপত্তিকার প্লেকার্ড প্রদর্শন করতে দেখা গেছে। এর মধ্যে গত ১২ ফেব্রুয়ারী তাদেরকে লন্ডস্থ বৃটিশ পার্লামেন্টের সামনে বিশাল মানববন্ধন আয়োজন করে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’ নামের একটি মানবাধিকার সংগঠন। ঐ মানববন্ধনে বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন জেলার অন্তত ২০ জনকে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন- নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং বিএনপি-জামায়াতের রাজনীতির সাথে জড়িত তাহমিদ হোসেন খান, রায়হান আহমেদ, মাহফুজ আহমদ চৌধুরী, মো: হেলাল উদ্দিন, মো: আশরাফ আহমেদ, জাবের হোসাইন, আলিম উদ্দিন, পুলক কালোয়ার, আবদুল হামিদ শিমুল, মিনহাজ উদদীন খান, মোছা: নিপা বেগম, মো: ছাবিদ মিয়া, ছাদি আহমদ চৌধুরী, মো: অহিদুল ইসলাম, মো: আমিনুর রহমান, জাকওয়ান আহমদ, নাসির হুসাইন অপু, আমিনুল এহসান মো: শাকির, মাহবুব আহমেদ সালেহ ও নাজমুল আহমেদ মিনহাজ।
বিভিন্ন অনুষ্ঠানে সব সময় তাদেরকে সরকারবিরোধী বক্তব্য রাখার পাশাপাশি আপত্তিকর স্লোগান দিতে দেখা গেছে। এছাড়া তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন, আপত্তিকর মন্তব্য করে যাচ্ছে। তারা সব সময় দেশবিরোধী নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। সাইবার ট্রাইব্যুনালে মামলা এবং পুলিশের তৎপরতা উপেক্ষা করে তাদের ধারাবাহিক অপপ্রচার তৃনমূল নেতাকর্মীদেরকে বিক্ষুব্ধ করে তুলেছে।
লন্ডনের স্থানীয় কমিউনিটির একাধিক আওয়ামী লীগ নেতা জানান, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা যে দেশবিরোধী তা তাদের কর্মকান্ডে প্রকাশ পাচ্ছে। তারা বিদেশে বসে সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। আমাদের এখানকার তরুণ প্রজন্ম তাদের কাছ থেকে কুৎসা রটনা শিখছে। এমন হিংসাত্মক রাজনীতি থেকে বিএনপি-জামায়াতকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় জাতি কোনদিন তাদের ক্ষমা করবেনা।
এ ব্যাপারে যুক্তরাজ্য বিএনপির একাধিক নেতা বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে তারা দেশে একদলীয় বাকশাল কায়েম করেছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে দেশের পাশাপাশি বহির্বিশে^ গণআন্দোলন গড়ে তোলা সকল দেশপ্রেমিক জনতার নৈতিক দায়িত্ব। আমাদের নেতাকর্মীরা সেই দায়িত্ব পালন করছে। বাকশালের পতন না হওয়া পর্যন্ত অফলাইন-অনলাইনে প্রতিবাদ চলছে চলবে।