মোহাম্মদ হোসাইন (মাসুম)
স্টাফ রিপোর্টার-
চট্টগ্রামের সাতকানিয়ায় এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হওয়ায় চরম দুর্ভোগে ক্রেতা সাধারণ। ৯ ডিসেম্বর শনিবার সকালে এলাকার বিভিন্ন হাট বাজারে পেয়াজ ব্যবসায়ীরা ২০০/২৫০ টাকা কেজি বিক্রি করছে এতে ক্রেতারা চরম ভোগান্তিতে পড়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করছেন এলাকার ব্যবসায়ীরা, গতকাল রাত পর্যন্ত পেয়াজের বাজার মূল্য ছিল ১০০ থেকে ১২০ টাকা একরাতের ব্যবধানে দ্বিগুণ বৃদ্ধি হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ক্রেতা সাধারণদের। স্হানীয় প্রশাসনের নজর দারি জরুরি বলে মনে করেন এলাকাবাসী।