এ কে আযাদ, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে বালু পাচারকারীদের সশস্ত্র হামলায় আহত হয়েছেন ৪ জন। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটেছে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বহনামুড়া এলাকায়। এসময় বালু পাচারকারীরা পার্শ্ববর্তী ছগিরা পাড়া এলাকার আবদুল খালেকের দোকানেও হামলা চালায়।
হামলার ঘটনায় আহতরা হলেন- বহনামুড়া গ্রামের মোঃ সিরাজের ছেলে মোঃ শহিদ (২৩), নুরুন্নবীর ছেলে রিদোয়ান (২৫), আবুল হাশেমের ছেলে সাইফুদ্দীন (৩৫), ছালেহ আহমদে ও ছেলে নুরুন্নবী (৪৫)। এসময় বালু পাচারচক্রের ২টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ এলাকাবাসি।
অভিযোগে জানা যায়, গত ৫ আগস্ট পরবর্তী সময় থেকে একটি চক্র জামায়াত-বিএনপি’র নাম ভাঙ্গিয়ে সাতকানিয়া উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বহনামুড়া এলাকায় পাহাড়ি ছরায় কয়েকটি স্যালোমেশিন বসিয়ে বালু উত্তোলন করে দিনেরাতে পাচার করে আসছে। প্রতিদিন অন্তত অর্ধশতাধিক বালুবাহি ট্রাক-ডেম্পার গাড়ির চলাচলে সংশ্লিষ্ট এলাকার জনচলাচলের সবকটি রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। গাড়িরসৃস্ট ধুলোঝড়ে রাস্তার পাশবর্তী দোকানপাট, বসতবাড়ি ও অন্যান্য স্থাপনায় ধুলোর আস্তরন ঝমে থাকে। বালু পাচারকারীদের সশস্ত্র আনাগোনায় এলাকাবাসি দিনের পর দিন মুখ বন্ধ করেছিল।
এলাকাবাসি জানান, অতিষ্ঠ হয়ে সোমবার দুপুরে বালুবাহী ডেম্পার গাড়ি চলাচলে নিষেধ করলে ক্ষুব্ধ হয়ে বালু পাচারকারীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক সশস্ত্র সন্ত্রাসী নিয়ে মোটর সাইকেল ও সিএনজি চালিত অটোরিকশাযোগে এসে গ্রামবাসির উপর হামলা চালায়। তাদের হামলায় ৪জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত মোঃ শহিদকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত সাইফুদ্দীনসহ অন্যান্যরা জানিয়েছেন,নেওয়াজ হোসেন নিশাদের নেতৃত্বে হামলায় অংশ নেয়া খোরশেদ ওরফে খুইস্স্যা, বাবা জাহাঙ্গীর, রবিউল ইসলাম রবি, কালা জসিম, আবসার কামাল ভুৃট্টো, মোহাম্মদ আলী ও তারেককে তারা চিনতে পেরেছেন।
এব্যাপারে জানতে অভিযুক্ত নেওয়াজ হোসেন নিশাদের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন কেটে দেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মংতোয়াং বলেন, বালু পাচারকে কেন্দ্র করে খোরশেদ ও পারভেজ গ্রুপের দ্বন্ধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের ৫/৬ জন আহত হয়েছে। ২টি মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।