আবুল কাশেম আযাদ,স্টাফ রিপোর্টার:
সাতকানিয়ায় মাদক ও জমির জায়গা নিয়ে দ্বন্দ্বের জেরে দিনমজুর নিহত হয়। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
গত ১৩ জুলাই (শনিবার) রাত ৯টার দিকে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় খুনের ঘটনা ঘটে।
নিহত ইব্রাহীম( ৪০) উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিওসির মোড় এলাকায় কলোনির বাসা ভাড়ায় থাকতেন। তার নিজ বাড়ী বান্দরবান লামা উপজেলার কুমারী বাজার এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। ঘটনায় গুরুতর আহত দেলোয়ার বাড়ী চন্দনাইশ উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ড চাগাচর এলাকার আমির হোসেনের ছেলে।
স্হানীয়রা জানান,কলোনির মালিক হোসনে আরা দীর্ঘ দিন মাদক ব্যবসা করে আসছে।কলোনির মালিকের সাথে পূর্ব বিরোধের জেরে ঝগড়ার এক পর্যায়ে চুরিকাঘাতে দিনমজুরকে খুন করা হয়েছে। এসময় আরেকজনকে গুরুতর আহত করা হয়। হত্যায় জড়িত থাকায় কলোনির মালিক হোসনে আরা(৪৫), তার ২ সন্তান মোহাম্মদ পারভেজ(২৫) ও মোহাম্মদ আকাশ(২৭) কে গ্রেপ্তার করেছে।
সাতকানিয়া সার্কেলের পুলিশ সুপার শিবলী নোমান বলেন,জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একজনকে হত্যা ও অন্যজনকে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে।