আবুল কাশেম আযাদ,স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম সাতকানিয়ায় হাত ভাঙা ও পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি)
সাতকানিয়া পৌরসভার বণিকপাড়া পুকুরপাড় এলাকায় সকাল ১০টার দিকে সাতকানিয়া থানা পুলিশ এই মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ভিকটিম সাহাব উদ্দিনকে সিএনজি চালিত অটোরিকশা যোগে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারই পরিচিত লোকজন।নিহতের স্ত্রীর অভিযোগ, দুর্ধর্ষ শিবির ক্যাডার পা কাটা শহিদ ও মিনহাজের নেতৃত্বে তার স্বামীকে হত্যা করা হয়। আমি স্বামী হত্যার বিচার চাই।
নিহত সাহাব উদ্দিনের পিতা হাজী নুর মোহাম্মদ বলেন,বিগত প্রায় ৫বছর আগে আমার ছেলে বিদেশ থেকে দেশে আসে।কয়েক বছরের মধ্যে মাদক সেবনে জড়িয়ে পড়ে। তিনদিন আগে তাকে পারিবারিক বৈঠকে তাকে আবারও বিদেশ পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। শনিবার সকালে শুনি আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার চাই
প্রত্যক্ষদর্শী আবুল হাসান (৪২) বলেন, দেওদীঘি তহসিলদার অফিসের পাশে আমার আলু ক্ষেত দেখতে গেলে সেখানে দেখি অফিসের পূর্ব পাশে গাছ বাগানে স্হানীয় এক মাদকসেবির নেতৃত্বে অন্তত সাতজন মিলে সাহাবউদ্দিন কে বাটাম দিয়ে বেধড়ক পিটুনি দিচ্ছে। তারা আমাকে দড়ি দিয়ে বেধে মারতে থাকে। এক বন্ধুর মাধ্যমে আমি ছাড়া পাই।
নিহত সাহাব উদ্দিন (৩৮) এর বাড়ি সাতকানিয়া উপজেলা মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম মাদার্শা এলাকায়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) প্রিটন সরকার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নিহত সাহাব উদ্দিন মাদকাসক্ত ছিল । তাদের মধ্যে যেকোন দ্বন্দ্বের জেরে সে বেধড়ক পিটুনিতে নিহত হতে পারে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এ ঘটনায় জড়িত, তা বের করার জন্য তদন্ত করছি।’