আবুল কাশেম আযাদ,স্টাফ রিপোর্টার:
১০ জুলাই (বুধবার) বিকাল ৩ঘটিকায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের অভিযানে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শন করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স জাহানারা এন্টারপ্রাইজ কে ১০,০০০/-টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ৪০০কেজি পলিথিন জব্দ করা হয়, মেসার্স রাইহান ট্রেডার্স কে ৮,০০০টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ৩০০কেজি পলিথিন জব্দ করা হয়, মেসার্স ইছা এন্টারপ্রাইজ কে ৮,০০০টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ৪০০কেজি পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ ঘোষিত পলিথিন সমূহ
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল এর নিকট বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়। উন্মুক্ত পরিবেশে ধুমপান করার অপরাধে ধুমপান ওতামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)
আইন ২০০৫ এর সংশ্লিষ্ট ধারায় ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোট ০৪মামলায় সর্বমোট ২৬,২০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ১১০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস। এই সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।