মোহাম্মদ হোসাইন(মাসুম)
স্টাফ রিপোর্টার:
বন্দরনগরী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহাসিক কানুপুকুর
অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
(১০ ডিসেম্বর রবিবার) সাতকানিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের রুপকানিয়া মৌজায় অবস্থিত বিএস ১ নং খাস খতিয়ানভূক্ত বিএস ২৫৯ জমির পরিমাণ ০.৬৪ একর ‘ কানুপুকুর কে অবৈধ দখলমুক্ত করে সরকারি হেফাজতে নেয়া হয়।সহকারী কমিশনার (ভূমি), আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দের সহযোগিতায় সাইনবোর্ড স্থাপন করে সরকারি কানুপুকুরের দখল গ্রহণ করা হয়।
একইসাথে ভবিষ্যতে কানুপুকুর সহ যে কোনো সরকারি ভূমি অবৈধ দখলদার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করা হয়। উল্লেখ্য, ঐতিহাসিক কানুপুকুরটি প্রভাবশালী ভূমিদস্যু একটি গোষ্ঠী দীর্ঘকাল অবৈধ দখলে রেখেছিল। এছাড়া সরকারি মূল্যবান এ সম্পদটি গ্রাস করার কুমানসে একটি গোষ্ঠী বিজ্ঞ সিনিয়র জেলা জজ আদালতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছিল।
বিজ্ঞ আদালত আইনি প্রক্রিয়া শেষে সরকার পক্ষে আদেশ দেন এবং বাদীপক্ষের আরজি দো-তরফা সূত্রে খারিজ করে দেন। অবশেষে বর্ণিত ভূমিতে সরকার স্বার্থ নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি), আরাফাত সিদ্দিকী বলেন, সরকারি স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।