দ্বীপক চন্দ্র সরকার: নেত্রকোণা মোহনগঞ্জ উপজেলা সাধারণ পাঠাগারের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে । ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বর্ণাঢ্য র্যালি পাঠাগারের সম্মুখ থেকে বাজার প্রদক্ষিণ করে শহীদ ওসমান গনি ময়দানে সমাপ্ত হয়। মুক্তমঞ্চে কেক কাটা ও বেলুন উড়ানো হয়।
এতে উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ জাহান, প্রতিষ্ঠাতা সদস্য সেলিম কাণায়েন, ভিপি জাহাঙ্গীর আলম, আমির খসরু সহ—সভাপতি আহমেদুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আলী মুসা জয়, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতনসহ বিভিন্ন পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পাঠাগারের কার্যকরী কমিটি, প্রতিষ্ঠা সদস্য, আজীবন সদস্য, সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষক, সুশীল সমাজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।