(মোঃ শাহেদুল ইসলাম)
স্টাফ রিপোর্টার
কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়া পাড়ায় বাজারে পিটিয়ে হত্যার অভিযোগে
সাবের হত্যা মামলায় মিথ্যা ও হয়রানীমূলক আসামী করায় মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার।
বুধবার দুপুরে টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের মধ্যম জালিয়া পাড়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত সাবের দীর্ঘদিন ধরে কিডনী রোগে আক্তান্ত ছিলো তা ছাড়া যে ঘটনাকে কেন্দ্রকে করে নিরাপরাধ ব্যক্তিদের আসামী করা হয়েছে ঐ ঘটনায় মারা যাওয়ার মত তেমন কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
নিহত সাবের ও মধ্যম জালিয়া পাড়ার মোঃ ইয়াছিনের পরিবারের সাথে টেকনাফ জালিয়া পাড়া বাজারের একটি দোকান নিয়ে
গত ৪ এপ্রিল টেকনাফ জালিয়া পাড়ার একটি দোকানকে কেন্দ্র কথা-কাটাকাটি হয় এক পর্যায়ে নিহত সাবের ও একই এলাকার মোঃ ইয়াছিনের পরিবারের হাতহাতি হয়। ইয়াসিনের স্ত্রী জানান, ঘটনার সময় আমি এবং আমার স্বামী ইয়াসিন আমার শারীরিক অবসৃহা খারাপ হওয়াতে কক্সবাজার ডাক্তারের কাছে যায়, এবং আমার স্বামী ঘটনার সময় ছিলনা সেই কক্সবাজার ছিল, আমার স্বামী একজন নিরপরাধ,তাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলায় জড়ানো হয়েছে অথচ সেই
ঘটনার পর নিহত সাবের নিয়মিত তার দৈনন্দিন ব্যবসা বাণিজ্য চালিয়ে গেছেন পরে হঠাৎ সাবের তার কিডনী রোগে জঠিলতা দেখা দিলে আক্তান্ত হয়ে মারা গেছেন বলে দাবি ইয়াছিনের পরিবারের।
এসময় উক্ত মানববন্ধনে ভুক্তভোগীর পরিবারসহ এলাকার স্হানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তারা এই ধরনের নিরীহ মানুষকে মিথ্যা ও হয়রানি মুলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।