নুরুল কবির, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু ঘটেছে সিএনজি চালক আব্দুস সবুরের। মরহুম আব্দুস সবুর সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী আলীনগরের বাসিন্দা।
সিএনজি চালক আব্দুস সবুরের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী ও দক্ষিণ জেলা। ফেডারেশনের কেন্দ্রীয় সহসম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া,দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ নুর হোসাইন, সাধারণ সম্পাদক আরিফুর রশিদ এক যৌথ শোকবিবৃতিতে বলেন, আব্দুস সবুরের হৃদয়বিদারক মৃত্যুতে আমরা শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
নেতৃবৃন্দ বলেন, সিএনজি চালক আব্দুস সবুর ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যুবরণ করেছে। এই মৃত্যু শ্রমজীবী মানুষের জীবনের নিরাপত্তার বিষয়ে চরম অব্যবস্থাপনার চিত্র খোলাখুলিভাবে স্পষ্ট করে দেয়। অবিলম্বে ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনা, চাঁদাবাজি, টোকেন বাণিজ্য বন্ধ করতে হবে। অনিরাপদ সিলিন্ডার সরবরাহ বন্ধ করতে হবে। সকল সিলিন্ডার সরবরাহকারীকে আরও সতর্কতা ও সততার সাথে সিলিন্ডার সরবরাহ করতে হবে। সর্বোপরি মানুষের জানমাল হেফাজতের ব্যাপারে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আন্তরিক হতে হবে।
নেতৃবৃন্দ সিএনজি, অটোরিকশাসহ পরিবহন কর্মীদের আরও সতর্কতার সাথে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান
নুরুল কবির, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু ঘটেছে সিএনজি চালক আব্দুস সবুরের। মরহুম আব্দুস সবুর সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী আলীনগরের বাসিন্দা।
সিএনজি চালক আব্দুস সবুরের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী ও দক্ষিণ জেলা। ফেডারেশনের কেন্দ্রীয় সহসম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া,দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ নুর হোসাইন, সাধারণ সম্পাদক আরিফুর রশিদ এক যৌথ শোকবিবৃতিতে বলেন, আব্দুস সবুরের হৃদয়বিদারক মৃত্যুতে আমরা শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
নেতৃবৃন্দ বলেন, সিএনজি চালক আব্দুস সবুর ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যুবরণ করেছে। এই মৃত্যু শ্রমজীবী মানুষের জীবনের নিরাপত্তার বিষয়ে চরম অব্যবস্থাপনার চিত্র খোলাখুলিভাবে স্পষ্ট করে দেয়। অবিলম্বে ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনা, চাঁদাবাজি, টোকেন বাণিজ্য বন্ধ করতে হবে। অনিরাপদ সিলিন্ডার সরবরাহ বন্ধ করতে হবে। সকল সিলিন্ডার সরবরাহকারীকে আরও সতর্কতা ও সততার সাথে সিলিন্ডার সরবরাহ করতে হবে। সর্বোপরি মানুষের জানমাল হেফাজতের ব্যাপারে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আন্তরিক হতে হবে।
নেতৃবৃন্দ সিএনজি, অটোরিকশাসহ পরিবহন কর্মীদের আরও সতর্কতার সাথে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।।