ওয়াসিম শেখ, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নারুয়ায় করতোয়া নদী থেকে মোতালের হোসেন (৬০) নামের ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোতালের হোসেন (৬০) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া গ্রামের মৃত বুজরত আলী প্রামানিকের ছেলে।
শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার ও মৃত ব্যক্তির স্বজনেরা জানান, গত ৩ দিন আগে মোতালেব হোসেন করতোয়া নদীতে মাছ ধরতে যান। এরপর বাড়ির লোকজন খোঁজ করেও তাকে পায়নি।
শুক্রবার (১৯ এপ্রিল ২০২৪ইং) সকালে নাড়ুয়ায এলাকায় করোতোয়া নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।
পরে পুলিশ লাস্টে উদ্ধার করে। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, নদীতে মাছ ধরতে গিয়ে স্বাভাবিক ভাবে হঠাৎ করে তার মৃত্যু হতে পারে।