মোঃ আলামিন সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি দৈনিক বিকাল বার্তা:
আজ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে দলীয় কার্যালয় এ দলীয় পতাকা উত্তোলন।
মঙ্গলবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হলো সেই সাথে আমাদের জাতীয় সঙ্গীত সোনার বাংলা মাতৃভাষা বাংলা ভাষার মধ্যে দিয়ে শুরু করলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব চয়ন ইসলাম মাননীয় জাতীয় সংসদ সদস্য ও সভাপতি উপজেলা আওয়ামী লীগ,তিনি বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন নেতৃবৃন্দসহ এবং তাদের পক্ষ থেকে মুজিব ছালাম ও শুভেচ্ছা।
এবং বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হলো। সেখানে আরো উপস্থিত ছিলেন,শেখ আব্দুল হামিদ লাভলু, সাধারণ সম্পাদক মোঃ মনির আক্তার খাঁন, (তরু লোদী) পৌর মেয়র, মোঃ মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক,শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।