ওয়াসিম শেখ, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে পবিত্র গীতা পাঠ, মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও গীতি নাট্য অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আজকের র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন গণপতি রায়, সিরাজগঞ্জ জেলা প্রশাসক সার্বিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর রহমান মন্ডল, পুলিশ সুপার, সিরাজগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিলীপ কুমার গৌড়, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা, হিরোগ গুণ, কেন্দ্র কমিটির সদস্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা, ইন্দ্রজিৎ সাহা, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা, ওমর কৃষ্ণ দাস, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানিক সাহা ও দীপঙ্কর ঘোষ শুভ।
সোমবার (২৬ আগস্ট) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রাটি ভাসানী কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে কালীবাড়ী, গোবিন্দবাড়ী ও ধর্মসভা মন্দিরে গিয়ে শেষ হয়।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মোঃ মজিবর রহমান লেবু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নূর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসানসহ সিরাজগঞ্জ সদর থানা পূজা উদযাপন পরিষদ,শহর শাখা পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।