ওয়াসিম শেখ, স্টাফ রিপোর্টার:
গত ০৪ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হত্যার উদ্দেশ্যে সাধারণ ও গুরুতর জখম, ক্ষতি সাধন এবং ককটেল বিস্ফোরণ সংক্রান্তে দায়েরকৃত মামলার প্রধান আসামি ও সিরাজগঞ্জ ২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরি’র প্রধান সন্ত্রাসী ক্যাডার হোসেন কমিশনারকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২৫ অক্টোবর রাত ৮.৩০ ঘটিকার সময় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ঢাকা জেলার শেরে বাংলা নগর থানাধীন রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকায় র্যাব-১২, সদর কোম্পানি ও র্যাব-২, সিপিসি-১ এর যৌথ অভিযানে হত্যা চেষ্টা মামলার অন্যতম প্রধান আসামি সদর উপজেলার পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কমিশনার হোসেন আলীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মোঃ হোসেন আলী (৪০),সদর উপজেলার পৌর এলাকা চক কোবদাসপাড়া গ্রামের মোঃ শিল্পী কুদ্দুসের ছেলে।
মোহাম্মদ কামরুজ্জামান, অধিনায়ক, র্যাব-১২ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি বিগত সময়ে সাবেক এমপি’র প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে পৌরসভা এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। এছাড়াও গত ০৪ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সদর উপজেরার আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর কথাও স্বীকার করে, যার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।