1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
সিলেট নগরীর ফুটপাত নিয়ন্ত্রণে বেপরোয়া ‘সাব্বির-মিজান !! - Bikal barta
২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫৮|
সংবাদ শিরোনামঃ
ভিয়েনা রাজ্য নির্বাচনে পুনরায় মনোনয়ন পেলেন ভোলার কৃতি সন্তান- মাহমুদুর রহমান নয়ন ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ।  ভাঙ্গায় পুর্ব শত্রুতার জের ধরে ২৫টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর-লুটপাট সহ অগ্নিসংযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত এক আসামী সহ ৩ জন গ্রেপ্তার রংপুরের কাউনিয়া ফুটবল একাডেমি, বাফুফের নিবন্ধন পেল।  ঈশ্বরদী চালের মোকামে ভরপুর জোগান, তবু দাম বেশি নিচ্ছে ব্যবসায়ীরা,,  গোবিন্দগঞ্জে ঐতিহ্যবাহী রাজা বিরাটের হবিষ্যি ভক্ষণ মেলা শুরু বীরগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি জসিম গ্রেফতার পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে জনতার হাতে আটক কনস্টেবল প্রত্যাহার বগুড়ার মহাস্থানে অবৈধ স্থাপনা যৌথ বাহিনী কর্তৃক উচ্ছেদ

সিলেট নগরীর ফুটপাত নিয়ন্ত্রণে বেপরোয়া ‘সাব্বির-মিজান !!

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫,
  • 43 জন দেখেছেন

 

বিকাল বার্তা প্রতিবেদক > সিলেট নগরীর ফুটপাত দখলে বানিজ্যে ২৭ টি সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

সিলেট নগরীর ব্যস্ততম বন্দরবাজার এলাকায় সরেজমিন পরিদর্শনে গেলে ফুটপাত দখল বানিজ্য সিন্ডিকেটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কারা জড়িত একে একে তাদের নাম বেড়িয়ে আসে। এর মধ্যে ফ্যাসিস্ট সরকারের দোসর সাব্বির আহমদ ও মিজান অন্যতম। সরকার আসে সরকার যায় কিন্তু সিলেট নগরীর ফুটপাত দখল বানিজ্যে আর বন্ধ হয়না।

 

বিগত সরকারের সময় আরিফুল হক চৌধুরী যখন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর মেয়র ছিলেন তখন তিনি এই নগরীর নাগরিকদের সমস্যা সমাধানে ফুটপাত থেকে হকার্স উচ্ছেদে বিভিন্ন ভূমিকা পালন করে কিছুটা সফল হন। পরবর্তীতে শেখ হাসিনার আমলে বিএনপি সকল নির্বাচন বয়কটের ডাক দিলে প্রভাবশালী এই বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী সিসিক নির্বাচনে আর মেয়র পদে প্রার্থী হননি।

 

পরবর্তিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোটে সিসিক এর মেয়র নিবার্চিত হয়ে ফুটপাত থেকে হকার্স উচ্ছেদে সিলেট চেম্বার অব কমার্স এর সহযোগিতায় বলিষ্ঠ ভূমিকা পালন করে নগরীর লালদিঘির পারে অস্থায়ী মার্কেট বানিয়ে তাদের পুর্নবাসনে একরকম সফল হন। যার স্তৃতি এখনো বিদ্যমান আছে। কিন্তু সকল সুযোগ সুবিধা পাওয়ার পরও কেন তারা ফুটপাত দখল করে একদিকে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় অন্যদিকে স্থায়ী ব্যবসায়ীদের গলার কাটা হয়ে দাড়িয়েছে! আসলে ওদের কারা নিয়ন্ত্রণ করে?

 

রমজানের আগে হকার উচ্ছেদে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেও কেন তাদের উচ্ছেদ করা যাচ্ছেনা। কার স্বার্থে পবিত্র সুন্দর শান্ত নগরী সিলেটকে বিশৃঙ্খল নগরীতে রুপান্তর করা হয়েছে সেই প্রশ্ন পর্যটক ও প্রবাসীদের!

 

সাধারণ আনজনতা বলে সাবেক দুই মেয়রের বদান্যতায় সিলেট নগরীর নাগরিকরা যানবাহন চলাচলসহ ফুটপাতে চলাফেরা করতে তখন কোন অসুবিধা হয়নি, এখন কেন আবার বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলো। গুটি কয়েক রাজনৈতিক নেতা, প্রশাসনের অসাধু কর্মকর্তা ও হলুদ সাংবাদিকের বখরার খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে।

 

৫ আগস্ট বৈষম্য—বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলে ৮ আগস্ট অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। নতুন সরকারের আগমনের পর বিগত সরকারের সব কিছু ওলট-পালট হয়ে যায় । পরবর্তীতে নতুন সরকারের প্রস্তুতি নেওয়ার সুযোগে সিলেট নগরীর ফুটপাত চলে যায় বিএনপির দখলে” বর্তমানে ফুটপাত দখল বানিজ্যে ২৭টি সিন্ডিকেট” জড়িত বলে বিশ্বস্থ সুত্রে জানা যায়।

 

রবিবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টায় সংবাদ কর্মীদের একটি প্রতিনিধি দল— সিলেট নগরীর বন্দরবাজারে ফুটপাত দখল বাণিজ্যের তথ্য অনুসন্ধানে গেলে বেড়িয়ে আসে ২টি সিন্ডিকেটের নাম! একটি সিন্ডিকেট জিন্দাবাজার টু চৌহাট্টার একাংশের এই ফুটপাত দখল বানিজ্য নিয়মিত নিয়ন্ত্রণ করছেন জনৈক মিজান। তার বাড়ি কুমিল্লা জেলায়। তিনি নগরীর কাজী ইলিয়াস এলাকায় একটি ফ্লাট বাড়ি নিয়ে বসবাস করছেন। শেখ হাসিনা সরকারের আমলে তিনি আওয়ামী লীগ নেতা বিধান সাহার নামে অত্র এলাকায় ফুটপাত দখল বাণিজ্যে হকারদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। অপর আরেকটি সিন্ডিকেটের দখল বাণিজ্যে জড়িত আছেন সাব্বির আহমদ নামে একজন। মধুবন মার্কেটের সামন থেকে রংমহল টাওয়ার পর্যন্ত ফুটপাত দখল বাণিজ্যে নিয়মিত নিয়ন্ত্রণ করছে। সাব্বিরের বাড়ি কুমিল্লায়। সিলেটের চারাদিঘীরপাড় এলাকায় সে বসবাস করছে।

 

এদিকে, সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতন হলে জনৈক সাব্বির আহমদ বর্তমানে বিএনপির নামে ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা হিসেবে টাকা আদায় করছে। জানা গেছে, ফুটপাত দখল বানিজ্যে সিন্ডিকেটের অন্যতম সদস্য সাব্বির আহমদ প্রতিটি হকার ফুটপাতে বসা বাবত অফেরতযোগ্য হিসাবে তাদের কাছ থেকে ৫ হাজার টাকা করে আদায় করছে। আর প্রতিদিন হিসেবে আদায় করছে ১০০ টাকা করে। বিগত সরকারের আমলেও এই সাব্বির দখল বাণিজ্যে হকার্সলীগের সভাপতি আব্দুর রকিব’র সেল্টারে কাজ করে গেছে। তখন ছিলো রকিবের একচ্ছত্র আধিপত্য।

 

সাব্বিরের বিরুদ্ধে দখল বাণিজ্যের অভিযোগ পেয়ে তার কাছে বিষয়টি জানতে চাইলে সে এই প্রতিবেদককে জানায়, আমি অনলাইন নিউজ পোর্টাল এর একজন সাংবাদিককে প্রতি সপ্তাহে ৫০০০ টাকা দেই আর সেই সাংবাদিক অন্যান্য সাংবাদিকদেরকে ম্যানেজ করে। যাতে গণমাধ্যমে কোনো সংবাদ আমার নামে না আসে। সে শুধু ওই সাংবাদিককে টাকা দেননি, তিনি পুলিশের টি.আই কে প্রতিদিন ১০০০ টাকা, সিটি কর্পোরেশনের জনৈক ব্যাক্তির হাতে প্রতি সপ্তাহে ১০০০ টাকা এবং বিএনপির জনৈক নেতাকে প্রতিদিন ১০০০ টাকা প্রদান করে লাইন ঠিক রেখেছেন। আগামী পর্বে থাকবে দক্ষিণ সুরমা হকার নিয়ে

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!