এ এ রানা::
নগরীর মহাজনপট্টি এলাকা থেকে পুলিশ ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুমন দাসকে (৩৮) গ্রেফতার করেছে। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের হরিপদ দাসের ছেলে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
সুমনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের করে পুলিশ। এরপর দুপুরের দিকে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুশিশ।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃত সুমন দাসের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা রয়েছে। এছাড়া হবিগঞ্জের চুনারুঘাট ও সদর থানায় আরও দুটি মামলা রয়েছে। তিনি জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন থেকে সিলেট নগরীর বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে।