সিলেট অফিস;;
উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক দিক-নির্দেশনায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১১/০৪/২০২৪ খ্রিঃ তারিখ অনুমান রাত ০১:৩০ ঘটিকায় এসএমপি‘র মোগলবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ কমপ্লেক্সের গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মশিয়ার ঢালী (৪২), পিতা- মৃত শাবুর আলী ঢালী, মাতা- তাহমিনা বেগম, সাং- গড়ের কান্দা, সাতক্ষীরা পৌরসভা, থানা ও জেলা- সাতক্ষীরা, ২। মোঃ আব্দুল আলীম (৩৮), পিতা- মোঃ আব্দুল মালেক, মাতা- ফুলমতি বেগম, সাং- পলাশপুর, সাতক্ষীরা পৌরসভা, থানা ও জেলা- সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীগণের হেফাজত হতে ৪০০ (চারশত) বস্তা ভারতীয় চিনি মূল্য অনুমান ২৪,০০,০০০/- (চব্বিশ লক্ষ) টাকা ও উক্ত ভারতীয় পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ০১ (একটি) ট্রাক জব্দ করা হয়।
আসামীগণের বিরুদ্ধে এসএমপি মোগলাবাজার থানায় এজাহার দায়ের করলে এসএমপি মোগলাবাজার থানার মামলা নং-১২, তাং-১১/০৪/২০২৪ খ্রিঃ ধারা The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) মামলা রুজু করা হয়েছে এবং উক্ত আসামীদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।