1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
সিলেটে অস্ত্রধারী সন্ত্রাসীদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে: পুলিশ কমিশনার - Bikal barta
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৪৯|
সংবাদ শিরোনামঃ
ডিমলায় ড্রেন নির্মাণকে কেন্দ্র করে নিহত-০১  ভাঙ্গায় যুবলীগের সভাপতি ও নিক্সন চৌধুরীর সহযোগী মামুন শিকদার আটক ধামইরহাটে কৃষককের পা ভেঙ্গে আহত করার প্রতিবাদে মানববন্ধন সামন্য বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠে হাটু পানি, ভোগান্তিতে শিক্ষার্থীরা। দৈনিক বিকাল বার্তার ওসমানীনগর প্রতিনিধি হলেন সৈয়দ মোফাজ্জল আলী সিলেটের শাহনাজ ও মুরাদ কারাগারে প্রজেক্ট দেখিয়ে ১২ কোটি টাকা আত্মসাৎ সিসিকের পুরান ঢাকা ৪৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা ভাস্কর আটক  জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের ব্যবসায়ী সমছু দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত!  আল্লাহ্ কে, আপনি কি তাঁর পরিচয় জানেন? হাফিজ মাছুম আহমদ দুধরচকী। 

সিলেটে অস্ত্রধারী সন্ত্রাসীদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে: পুলিশ কমিশনার

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪,
  • 76 জন দেখেছেন

* জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

* প্রশাসনের উদ্যোগ জনগণের সাফল্য।

* জাতীয় দৈনিক বিকাল বার্তার পত্রিকার সকল জেলার সংবাদ পরিবেশনে, আমাদের জরিপে সাফল্য, সিলেটের প্রশাসন  সবচেয়ে এগিয়ে।

বিকাল বার্তা ডেস্ক>>

সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম-সেবা) বলেছেন, জীবনে চলার পথে খেলাধুলা বিনোদনের প্রয়োজন আছে। খেলাধুলা সকলের মধ্যে টিম বিল্ডিং করে, পারষ্পরিক সম্পর্ক তৈরি হয়। আবার খেলাধুলা কাজের মধ্যে স্পিরিট বাড়ায়। অনলাইন সাংবাদিকতা এখন সকলের মন জয় করেছে।

 

কেননা প্রবাসীরা দেশের খবর জানার জন্য অধীর  আগ্রহে বসে থাকেন। আর এই প্রবাসী সকলের কাছে দ্রুত দেশের খবর পৌঁছে দেয় অনলাইন পত্রিকা। দেশে বিদেশে সব জায়গায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিক আবু তুরাব দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা তাকে স্মরণ করি। অপরাধী যেই হোক তাকে কোনো ছাড় দেওয়া যাবেনা।

 

তুরাব হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমি বিশ্বাস করি গণমাধ্যম-প্রশাসন ও জুডিশিয়ালে যারা কাজ করেন আমরা সবাই যদি মিলেমিশে কাজ করি তাহলে জনগণ অনেক উপকৃত হবেন। অপরাধীর কোন বিশেষ পরিচয় নেই, যিনি অপরাধ করবেন তিনি অপরাধী।

 

এসএমপির পক্ষ থেকে জুলাই বিপ্লবের সময় নগরীতে যারা  অস্ত্রের মহড়া দিয়েছে তাদের তালিকা তৈরি হচ্ছে। আমরা এক সময় এখানে না থাকলেও সেই তালিকা থাকবে। কোন অপরাধীই ছাড় পাবে না।

 

তিনি আরো বলেন, আমরা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। তবে খেলাধুলা দেহ ও মনকে সুস্থ রাখে। কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।

 

তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের সার্বিক সফলতা কামনা করে বলেন, তথ্যপ্রযুক্তির এইযুগে অনলাইন গণমাধ্যম ও অনলাইন প্রেসক্লাবের ভূমিকা অনস্বীকার্য।

 

রোববার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস্ এন্ড ঠ্যুরস বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেটের সাধারণ সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন।

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক মো. কামাল আহমদ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহসভাপতি জহিরুল ইসলাম মিশু, সহসাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধক্ষ্য তাওহিদুল ইসলাম, ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও ক্রীড়া উপকমিটির সদস্য মোঃ আব্দুল হাছিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, ক্রীড়া উপকমিটির সদস্য তারেক আহমদ খান, ক্লাব সদস্য সাদিকুর রহমান চৌধুরী, মো. আলমগীর আলম, দেলোয়ার হোসেন মান্না, মোহাম্মাদ নুরুল ইসলাম।

 

খেলায় অংশগ্রহনকারীদের মধ্যে অনুভূতি ব্যাক্ত করেন মাছুম বিল্লাহ ফারুকী, মশাহিদ আলী, উৎফল বড়ুয়া ও নাহিদ আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য মাজহারুল ইসলাম সাদি, এম.

এ ওয়াহিদ চৌধুরী, ফাহাদ মারুফ, মো. জসিম উদ্দিন, শাহিন আহমদ, আব্দুল।

 

হান্নান,  সৈয়দ রাসেল আহমদ, রেজাউল করিম সোহেল, আমির উদ্দিন, আব্দুল কাদির জীবন, মো. ফারুক মিয়া ফারুক, আহমেদ পাবেল, মো. জাকির আহমদ, মো. সুহেল মিয়া, মো. রুবেল মিয়া প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!