সিলেট অফিস::
স্মার্ট বাংলাদেশের পথে, চলো হাটি একসাথে এই প্রতিপাদ্য নিয়ে প্রতিবছরের মত এবার ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে শুরু হয়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ।
রোববার সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে চার দিনব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়।
শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে চারদিনব্যাপী বর্নিল অনুষ্ঠানের উদবোধন করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন পিপিএম।
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন পর্বের সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, উন্নত বিশ্বের তালিকায় বাংলাদেশের নাম পৌছে দিতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই, যত বেশি কারিগরি শিক্ষার প্রসার ঘটবে তত দ্রুত বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হবে।
উদ্বোধন পর্ব শেষে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ সিলেট বিভাগের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে শুরু হয় বন্যার্ঢ্য র্যালী। র্যালীটি নগরীর বিভিন্ন প্রান্ত ঘুরে আবার সিলেট পলিটেকনিক ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাঃ সোহেল রেজা, পিপিএম-বার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীসহ সম্মানিত সাংবাদিকবৃ্ন্দ।
একইদিনে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে অভিবাবক সম্মেলন সম্পন্ন হয়েছে।