সিলেট থেকে বিকাল বার্তা প্রতিবেদক ::
সিলেটে নাগরিকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর। নগরীর গুরুত্বপূর্ণ সবগুলো পয়েন্ট, শাবি ও কৃষি বিশ্ববিদ্যালয় এবং সংলগ্ন এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর তাদেরকে সতর্ক অবস্থায় দেখা গেছে। এছাড়া গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল ৫টার দিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
তিনি জানিয়েছেন, সিলেটে যে কোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে পুলিশ প্রস্তুত। ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ পাহারা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে।