সিলেট থেকে বিকাল বার্তা প্রতিবেদক>>সিলেট শাহপরান থানা এলাকায় সংবাদ প্রকাশের জের ধরে মো: মঈন উদ্দিন নামের এক স্থানীয় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
২ (মার্চ) রোববার সন্ধ্যা সাতটার দিকে রাজীবপুর বাজার কম্পিউটার গলিতে সাংবাদিক মঈন উদ্দিনের উপর হামলা করে অভিযোক্ত ভূমি ও টিলা খেকো মামা খন্দকারের সন্ত্রাসী বাহিনী। স্থানীয়ভাবে হামলাকারীরা সন্ত্রাসী বাহিনী হিসেবে পরিচিত বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ মার্চ ২ রমজান প্রকাশিত বাহুবল এলাকার ভেতরে মসজিদের সামনে উপরে গ্রিনল্যান্ড খন্দকার হাউজিং এরিয়ায় অনুমোদন ছাড়া পাহাড় বন টিলা কেটে উজাড় করে দিতেছে বলে অভিযোগ করেন মঈন উদ্দিন এর পরিচিত নাম প্রকাশে অনিচ্ছুক
এক ব্যক্তি। পরবর্তীতে দুপুর আনুমানিক ০২.০০ ঘটিকার সময় সাংবাদিক মঈন উদ্দিন শাহ পরান মাজার গেইটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে শংকর কুমারের দোকানের পাশাপাশি রোড থেকে দেখতে পান গ্রিনল্যান্ড এরিয়ায় পাহাড় টিলায় কিছু লেভার সাফল কোদাল দ্বারা টিলা কেটে উজাড় করে দিতেছে তা দেখে না দেখার ভান করে হেঁটে হেঁটে যেতে থাকেন, শাহ পরান মাজার গেইটের দিকে। এমতাবস্থায় খন্দকার আনোয়ার হোসেন
এর সহযোগি হিসেবে পরিচিত লোক টিলা কাটার কনটেকটার ঠিকাদার সেবুল, হায়দার আলীর মেয়ের জামাই কাসেম আলীর ছেলে কালা, সুজন, ইলাছের ছেলে বাদশা সহ আরো অনেকে, এসময় সেবুল বারবার পিছন থেকে ডাকছে কিন্তু মঈন উদ্দিন না সোনার ভান করে চলতে থাকেন। পরে সেবুল নোংরা ব্যবহার, আচার আচরণ করতে থাকে তখন মঈন উদ্দিন দাঁড়ালে মামা খন্দকারের সসন্ত্রাসী বাহিনী মঈন উদ্দিনের হাত ধরে টেনা হেচরা করতে থাকে, একপর্যায়ে লেভারদের বলে ওকে মেরে ফলো বলে হুমকি ধামকি মৃত্যুর ভয় ভীতি প্রদর্শন করা হয়।
বিষয়টি আশেপাশে লোকজন নিষেধ বাধা দেয়। পরে আহাদ ড্রাইভার এসে সাংবাদিকের হাত ধরে ধমক দিয়ে বলছে আপনি চলে যান নয়তো অনেক খারাপ হয়ে যাবে। এর পর সাংবাদিক মঈন উদ্দিন শাহ পরান মাজার গেইট গিয়ে বসে সিলেট সদর উপজেলার ইউএনও, জেলা প্রশাসক, এসিলেন্ট ভুমি অফিস, তহসিলদার, সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তর,শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সহ সিলেট বিভাগীয় কমিশনার মহোদয়, মহানগর পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার দক্ষিণকে অবগত করা হয়েছে।
এছাড়াও জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন সিলেট, ঢাকা বিভাগ সহ ৬৪ জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক ও সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মহোদয়কে বিষয়টি জানানো হয়। তাদের পরামর্শে শাহপরান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে পুলিশ প্রশাসন গত দুদিন যাবৎ বারবার অভিযান চালিয়ে হাতে নাতে অপরাধীদের ধরা হয়। বিষয়টি প্রশাসন গুরত্ব সহকারে আমলে নিয়েছেন। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন।
ভূমিখেকো ও টিলা খেকোদের জন্য হুমকি সাংবাদিক মঈন উদ্দিন, সে টাকায় বিক্রি হয়না তাই তাকে মেরে ফেলার জন্য বারবার হামলা হচ্ছে। তাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র পরিকল্পনা চলমান রয়েছে।