এ এ রানা>>দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য, ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মশাল মিছিল হয়েছে সিলেট শহরে।
নগরীর সিটি করপোরেশন থেকে শুরু করে চৌহাটা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সদস্য সচিব জোবায়ের আহমেদ তোফায়েল, সাবেক সহ সভাপতি শাহ শামীম আহমেদ অপু, দপ্তর সম্পাদক আবদুল হামিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, মহানগর শাখার সভাপতি মোঃ আলী, সাধারণ সম্পাদক, সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমেদ ছামী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক আলী আহমেদ তাজ।
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলা শাখার ওলিউর রহমান মনজিল ও ছাত্র নেতা মিসবাহ বিন সাদেক সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।