এ এ রানা::
সিলেটে অবৈধভাবে আসা ১০ লক্ষাধিক টাকার ভারতীয় পেঁয়াজসহ ৩ চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর নাইওরপুল পয়েন্ট থেকে ২০২ বস্তা পেঁয়াজসহ তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম নগরীর নাইওরপুল পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে একটি টাটা ট্রাক গাড়ী (ঢাকা মেট্রো ট-২২-৬২৯৯) সহ ১০,৩০২ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ ৩০হাজার ২০০ টাকা। এসময় ৩ জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের রহা গ্রামের আব্দুল মালিকের ছেলে মো. কামরুল ইসলাম (২৪), একই উপজেলার লাখেরপাড় গ্রামের মো. আবুল খায়েরের ছেলে মো. শুক্কুর আলী (৩৬), নইগাঙ্গের পাড় গ্রামের আজমত আলীর ছেলে শান্ত (১৮)।
পরে তাদের বিরুদ্ধে এসএমপির কোতয়ালী মডেল থানায় মামলা (নং-১৩/০৮.০৩.২০২৪) দায়ের করা হয়।
এসএমপির মিডিয়া শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।