*দেশের গর্বিত সৈনিক,সিলেট ও সুনামগঞ্জ বিজিবিকে বিকাল বার্তা পক্ষ থেকে দোয়া রইল এবং সাহসিকতা কে স্যালুট জানাই!
*সাবেক সরকারের আমলে বড় বড় কখনো চোরা চালান জব্দ হয়নি!
*সাবেক সরকারের আমলে নেতাকর্মীরা প্রশাসনকে ম্যানেজ করে চোরা কারবারিরা কোটি কোটি টাকার বাণিজ্য করেছে!
*গ্রেফতার হচ্ছে না চোরা কারবারিদের গডফাদার!
*নাম প্রকাশে অনিচ্ছুক বিকাল বার্তা পত্রিকা পক্ষ থেকে দোয়া এবং স্যালুট!
*আমাদের বিকাল বার্তা পত্রিকায় একটি বিশেষ প্রতিবেদন আসিতেছে, আমরা যেকোনো সময় প্রকাশ করব, বেরিয়ে আসবে প্রশাসন সহ বড় বড় কুমির,টাইগারদের নাম!
সিলেট থেকে বিকাল বার্তা প্রতিবেদক>>
সিলেটে ২ দিনে কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গল ও বুধবার (১০ ও ১১ ডিসেম্বর) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব চোরাচালানের মালামাল জব্দ করা হয়।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।
এতে জানানো হয়, মঙ্গল ও বুধবার সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ, লবিয়া, সংগ্রাম, দমদমিয়া সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, মিনাটিলা, কালাইরাগ, কালাসাদেক এবং পাথরকোয়ারী কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, শীতের কম্বল, সাবান, মোমেটা স্কিন ক্রিম, গরুর মাংস, গরু, চকলেট, সুপারি, বিড়ি, বিয়ার, মোটরসাইকেল, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-১ কোটি ৭১ হাজার ১৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত চোরাচালানের মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবেও জানিয়েছে বিজিবি।