বিকাল বার্তা >>
সিলেটে ‘অপারেশন ডেভিল হান্ট’ আরও জোরদার করা হয়েছে। অভিযানে একে একে ধরা পড়ছে ‘ডেভিলরা’। অভিযানের ৩য় দিনে ২৪ ঘন্টায় সিলেট নগরী ও জেলা এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় গ্রেফতার করা হয়েছে ৬৩জনকে। গ্রেফতারকৃতদের মধ্যে সিলেট জেলায় ৩ জন, নগরীতে ৯জন, সুনামগঞ্জ জেলায় ৭ জন ও মৌলভীবাজার জেলায় রয়েছেন ৪৪ জন। এদের সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এমন তথ্য নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নগরজুড়ে পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার করা হয় ৯ জনকে।
গ্রেফতারকৃতরা হলেন সিলেট নগরীর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রব হাজারী (৬২), ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আফরোজ (৬০), ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সম্পাদক ফজলুর রহমান রনি (৩৭), ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদমান কবির (২৯), ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজ ইসলাম সৌরভ (২৬), ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাসেম খান, ৩৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য ইয়ামিন আহমদ (২৪), নাজিম উদ্দিন সবুজ (২৫) ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জায়েদ আহমদ (৪২)।
এছাড়া সিলেট জেলার সহকারি পুলিশ সুপার সম্রাট তালুকদার জানান, সিলেট জেলার বিভিন্ন এলাকা থেকে অপারেশন ডিবিল হান্টে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
সুনামগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. জাকির হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেফতারে এ বিশেষ অভিযান চলমান থাকবে।
গ্রেফতারকৃতরা হলেন জেলার শান্তিগঞ্জ উপজেলার বগলাকাড়া গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহান উদ্দিন (৩৩), সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা ও স্থানীয় জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রমজান আলী (৬০), মধ্যনগর উপজেলার রৌহা গ্রামের বাসিন্দা ও স্থানীয় বংশীকুন্ডা দক্ষিণ ইউপির ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি খোকন মিয়া (৪০), জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান ওরফে তেরা মিয়া (৪০), তাহিরপুর উপজেলার সোলেমানপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি মো. আকরামিন হোসেন (২১), ছাতক উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জানে আলম (২৮), সুনামগঞ্জ সদর উপজেলার ঘাসিগাঁও গ্রামের বাসিন্দা ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ (৪০)।
মৌলভীবাজার : অপারেশন ডেভিল হান্টে গত দুই দিনে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী।
মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, গত দুই দিনে জেলার বিভিন্ন থানার অভিযানে এই ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি করুণাময় দেব এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল মালেক, বড়লেখা উপজেলার তালিমপুর আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ফয়জুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধাকান্ত দাস, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমেদ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুন নূর ও নিষিদ্ধ ছাত্রলীগের কালাপুর ইউনিয়নের সহসভাপতি নাসিমুর রহমান মাশরাফি।
এ ছাড়া গ্রেফতার বাকিরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।