বিকাল বার্তা প্রতিনিধ>> সিলেটের ওসমানীনগর উপজেলায় উনিশ মাইল নামক স্থানে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে আরও ৩ জন মারা যান।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকেকে নিশ্চিত করেছেন সার্কেল এসপি (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান (পিপিএম)।
নিহতদের মধ্যে ৪ জন হলেন- ওই গাড়ীর চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সুহেল (৪০), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)।
এদিকে, বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিাকেল কলেজ হাসপাতালে আরো একজন মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।