সিলেট অফিস::
শুক্রবার (২৮ জুন) বিকেল পৌণে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাজিরবাজার ব্রিজের নিচের ফাঁকা জায়গয় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল সরাসরি জুয়া খেলা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন শাকিল আহমেদ (৩১) মো. মোশাররফ, মো. আবুল কাশেম রানা, মো. হীরা আহমেদ, মো. মুহিবুর রহমান, মো. আব্দুস শহীদ, মো. খালেদ হোসেন (৪০), আব্দুস সালাম (৪০), জহির উদ্দিন (৫৪), মো. নূর মিয়া (৫৫)।
তাদের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।