এ এ রানা :: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং রোজ শুক্রবার বিকালে মুসরাব হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। রতনগন্জ বাজারে এওলাসার সমাজ কল্যাণ সংস্থা ও আলোকিত রতনগন্জ প্রবাসি কল্যাণসংস্থা কর্তৃক আয়োজিত মানববন্ধনে বৃহত্তর রতনগন্জের সর্বস্তরের এলাকাবাসি অংশগ্রহণ করেন। বিকাল চারটা পঁচিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এওলাসার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মওদুদ আহমদ চৌধুরী, তাজুল ইসলাম চৌধুরী, কামরুজ্জামান চৌধুরী, সাবেক মেম্বার চেরাগ আলী, বাজার কমিটির পক্ষে কাশিম খান, মহিলা মেম্বার রুপা বেগম এবং আলোকিত রতনগন্জ প্রবাসি কল্যাণ সংস্থার সভাপতি মাসুম খানসহ বক্তাবৃন্দ।
এদিকে নিখোঁজ ও হত্যার এগারো দিন অতিবাহিত হলেও মুসরাব হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি জকিগন্জ থানা পুলিশ । হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় মানববন্ধনে উপস্থিত বক্তাগণ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে অবিলম্বে মুসরাব হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।।