স্টাফ রিপোর্টার >> নগরীর দক্ষিণ সুরমা থেকে ৪ জুয়াড়ীকে আটক করেছে এসএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার চাদনীঘাট এলাকা থেকে তাদের জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়।
আটককৃতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার রুস্তমপুর গ্রামের তৈমুল্লাহ’র ছেলে ফজলু মিয়া (৪৫), দক্ষিণ সুরমার ঝালোপাড়ার কাইয়ুম মিয়ার ছেলে ফয়েজ (৩২), হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাউক গ্রামের মৃত. মোস্তফা মিয়ার ছেলে মিজানুর রহমান (৪৫) ও তার ভাই মো. হুমায়ুন কবির (২৬)। এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের একটি টিম চাদনীঘাট এলাকার আলাউদ্দিন মিয়ার পার্টসের দোকানের সামনে জুয়া খেলারত অবস্থায় এ ৪ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা করে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।