নিজস্ব প্রতিনিধি>>
সিলেট নগরীর বন্দরবাজার সিটি সুপার মার্কেটের সামন থেকে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতয়ালী পুলিশ। রোববার (২৩মার্চ) বিকেল তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সুত্রে জানা গেছে।
জানা যায়, রোববার বিকেলে বন্দরবাজারস্থ সিটি সুপার মার্কেট এর সামনে হতে সন্দেহজনভাবে ঘোরাফেরা করার সময় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ইবাদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, শাহপরান থানাধীন টিকরীপাড়া (উত্তরপাড়া)র মোঃ শফিক মিয়ার ছেলে মোঃ আইন উদ্দিন (২৬), হাতুড়া (৯ নং ওয়ার্ড) (বাউয়ার পাড়) গ্রামের বোরহান উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২২), মোগলাবাজার থানার সিলাম (সিলাম রাস্তার মূখ) বর্তৃানে লাউয়াই (সেলিম মিয়ার বাসা) শমসু মিয়ার ছেলে জামিল আহমদ (২২)।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাই মামলা রয়েছে।