রাসেল আহমেদ সাগর, সিলেট মৌলভীবাজার থেকেঃ
গতকাল ৩১মার্চ রাতে হঠাৎ
ধমকা হাওয়া ঝড় ও শীলা বৃষ্টিতে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানাযায় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এ থাকা প্রায় ১৫-২০ টা গাড়ি সম্পূর্ণ গ্লাস শীলা বৃষ্টিতে ভেঙ্গে পড়ে যায় । এ ছাড়া ও রাস্তায় চলন্ত এবং বিভিন্ন জায়গা দাড়িয়ে থাকা গাড়ির গ্লাস বডি সহ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে । মৌলভীবাজার জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ও শীলা বৃষ্টির কারণে জনমনে আতংক বিরাজ করে,অনেকের টিনের চাল ফুটো হয়ে ঘরের ভেতর ঢুকে পড়ায় এই আতংকের সৃষ্টি হয় বলে জানা গেছে। এছাড়া বাড়ির টিনের চাল উড়িয়ে নিয়ে যাওয়ার ও খবর পাওয়া গেছে। শহরের বিভিন্ন এলাকায় পার্কিং করা গাড়ি এবং চলন্ত গারীর গ্লাস ভেঙে পড়ার ও খবর পাওয়া গেছে। এব্যাপরে বেশ কয়েকজন বয়স্ক লোকের সাথে কথা হলে তারা বলেন জীবনে এই প্রথম এতো বড় বড় শীলা বৃষ্টি হতে দেখলাম যা আগে কখনো আমরা দেখিনি, শিশুরা ভয়ে ঘুম থেকে উঠে চিৎকার শুরু করে। কেউ শীলা বৃষ্টি এবং ঝড়তুফানের জন্য ঘরের ভেতর দাড়িয়ে আজান দেওয়া শুরু করেন। দীর্ঘ আধ ঘণ্টার এই ঝড় তুফান ও শীলা বৃষ্টিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি, টিনের ঘর বাড়ি, ফসল, ধানের জমিন সহ আরো অনেক কিছু। শীলা বৃষ্টির আঘাতে আহত প্রায় ২০ জনের উপরে এখন পরযন্ত সঠিক হিসাব পাওয়া যায় নি। তবে আনুমানিক ধারণা করা হচ্ছে পথচারী ও বাড়িতে টিনের চালের ঘরে থাকা বা চাল ভেঙে উপরে পর প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন এ রিপোর্ট লেখা পরযন্ত সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ বিভিন্ন উপজেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও ঝড়ো হাওয়া হচ্ছে।