1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
সিলেটের বিমানবন্দর থানা পুলিশ কর্তৃক প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় রেডবুল নামক কোমল পানীয় ক্যান উদ্ধারসহ ০১ জন গ্রেফতার! - Bikal barta
৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| শনিবার| রাত ১২:০০|

সিলেটের বিমানবন্দর থানা পুলিশ কর্তৃক প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় রেডবুল নামক কোমল পানীয় ক্যান উদ্ধারসহ ০১ জন গ্রেফতার!

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় রবিবার, অক্টোবর ২০, ২০২৪,
  • 50 জন দেখেছেন

 

বিকাল বার্তা প্রতিবেদক>> বিমানবন্দর থানা পুলিশ কর্তৃক প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় রেডবুল নামক কোমল পানীয় ক্যান উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

শনিবার ১৯ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ উপ-পুলিশ কমিশনার (উত্তর), এসএমপি, সিলেট এর সার্বিক দিক নির্দেশনায় সকাল ০৯.৩০ ঘটিকার সময় আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ)/সুজিত চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/সুমন মন্ডল এবং দিবাকালীন সিয়েরা-৩২ এর এএসআই(নিঃ)/শাব উদ্দিন ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানাধীন ইলেকট্টিক সাপ্লাই রোডে দ্যা ব্রিলিয়ার্স হোটেল এর সামনে পাকা রাস্তার উপর হতে চেকপোস্ট করে কোম্পানীগঞ্জ থেকে ঢাকা গামী একটি যাত্রিবাহী এমআর ট্রান্সপোর্ট নামীয় বাসে থাকা যাত্রীবেশে ধৃত আসামী ১। মোঃ ছরোয়ার আহমদ (৪৪), পিতা-মৃত মঈন উদ্দিন, মাতা-জোৎস্না বেগম, সাং-কৃষ্ণপুর, ডাকঘর-শমশেরনগর, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার, বর্তমান সাং-বুড়দেও, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট এর হেফাজত হতে ১৩ (তের)টি প্লাস্টিকের সাদা বস্তা বিধি মোতাবেক তল্লাশী করে ভারতীয় রেডবুল নামক কোমল পানীয় (ক) ৬৩টি কেসে ১৫১২টি টিনের ক্যান যার গায়ে ইংরেজিতে RED BULL ENERGY DRINK COUNTRY OF ORIGIN: AUSTRIA সহ অন্যান্য লেখা আছে, মোট কোমলপানীয় পরিমান ৩৭৮ লিটার, মোট মূল্য ৩,০২,৪০০/- (তিন লক্ষ দুই হাজার চারশত) টাকা উদ্ধার পূর্বক এসআই(নিঃ)/সুজিত চক্রবর্তী উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

 

ধৃত আসামী ও অজ্ঞাতনামা ২/৩ জন আসামীর বিরুদ্ধে বিমানবন্দর থানার মামলা নং-১৪, তাং- ১৯/১০/২০২৪খ্রিঃ, ধারা-25B(1)(b)/25D The Special Powers Act, 1974; রুজু হয়। ধৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!