মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে নবী হোসেন (১৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের আকিলপুরের সাগর উপকূলে মৃতদেহটি জোয়ারের পানিতে ভেসে আসে।
স্থানীয় এলাকাবাসী লাশটি দেখে কুমিরা নৌ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
নিহত নবী হোসেন লক্ষীপুর জেলার আলেকজান্ডার থানার সবুজ গ্রামের শামসুল হকের ছেলে।
নৌ পুলিশের বরাত দিয়ে মানবিক সংগঠন গাউছিয়া কমিটি টিম লিডার মামুনুর রশিদ বলেন, সকালে লাশের খবর পেয়ে আমরা সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করে কুমিরা নৌ পুলিশকে বুঝিয়ে দিই।
জানা যায়, গত কয়েকদিন আগে ফৌজদারহাট এরিয়ায় মধ্য সাগরে একটি বালু তোলোর ড্রেজার ডুবে গিয়ে ৫জন নিখোঁজ হয়। নবী হোসেন তাদেরই একজন বলে জানান তার পিতা শামসুল হক।
কুমিরা নৌ পুলিশের ইনচার্জ নাছির উদ্দিন বলেন, সাগরে একটি লাশ ভেসে আসে। আমরা গাউছিয়া কমিটির সহযোগিতায় লাশ উদ্ধার করি। লাশের পরিবার এসেছে।
আইনি প্রক্রিয়ার পর পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।