সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার এসআই(নিঃ)/মোঃ ইউছুব আলী (বিপি-৮১০২০২৬৮৬৫) সঙ্গীয় এএসআই(নিঃ)/শাহ আশরাফুল, এএসআই(নিঃ)/মোঃ মিজানুর রহমান, কং/৫৮৮ মোঃ তাওহীদুল ইসলাম সহ ইং ০৩/০১/২০২৫ ইং তারিখ ১৩:১৫ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করিয়া মধ্যনগর থানাধীন ০৩নং চামরদানী ইউপির অর্ন্তগত নতুন বদলপুর গ্রামস্থ ইছন আলীর বাড়ীর উত্তর পার্শ্বে নদীর ঘাট হইতে ৭৯ বস্তা ভারতীয় চিনি, প্রতি বস্তায় মোট ৫০ কেজি করে (৫০×৭৯)=৩৯৫০ কেজি ভারতীয় চিনি, প্রতি কেজি চিনির অনুমান মূল্য ১০০/-(একশত) টাকা করে মোট (৩৯৫০×১০০)=৩,৯৫,০০০/-(তিন লক্ষ পঁচানব্বই হাজার) টাকা এবং ০১টি স্টীলের তৈরী ইঞ্জিন চালিত নৌকা, মূল্য অনুমান-৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা সহ থানায় হাজির হইয়া অজ্ঞাতানামা পলাতক আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে।উক্ত এজাহারের প্রেক্ষিতে মধ্যনগর থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০১/২০২৫খ্রিঃ, ধারা- THE SPECIAL POWER ACT 1974, 25B(1)(b)(2)/25D রুজু করা হয়।মামলাটির তদন্তভার এসআই/মোঃ আসাদুল ইসলাম এর নিকট প্রদান করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি