স্টাব রিপোর্টার সুনামগঞ্জের মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রামে প্রায় ১৭ বছর পর নিজ গ্রামে হেলিকপ্টার চড়ে ফিরলেন গ্রীস প্রবাসী মো:জাহাঙ্গীর আলম সুমন,তিনি ইসলামপুর গ্রামের মাহমদ আলী বড় ছেলে। ২৬ নভেম্বর রবিবার সকাল ১১ টার দিকে নিজ বাড়ির সামনে হেলিকপ্টার চড়ে এক খেলার মাঠে এসে পৌঁছান গ্রীস প্রবাসী সমুন ,স্থানীয় সূত্রে জানা যায় ,তিনি ২০০৭ সালে ভাগ্য পরিবর্তনের জন্য স্বদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান, এবং প্রবাসে গিয়ে সততার সাথে কাজ করে সাফল্য অর্জন করেন,তবে হেলিকপ্টার করে নিজ গ্রামে ফিরবেন এটা ছিল বহুদিনের স্বপ্ন। এ ব্যাপারে গ্রীস প্রবাসী সুমন জানান, বিদেশের মাটিতে কাজ করলেও মনটা পড়ে থাকত দেশের মাটিতে, মা বাবা আত্মীয়-স্বজন গ্রামবাসী সবার কথা সবসময়ই মনে পড়তো,আর বহুদিনের ইচ্ছা ছিল হেলিকপ্টার করেই বাড়ি ফিরবেন, আর মহান আল্লাহর দয়ায় তিনি তা সম্পূর্ণ করতে পেরেছেন বলে লাখো কোটি শুকরিয়া আদায় করেন #