সিনিয়র স্টাফ রিপোর্টার এরশাদ হোসেন পাপ্পু : হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২১ মার্চ) বিকেলে শহরের পার্বতীপুর রোডস্থ সুলতানগরের ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টের হলরুমে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষানগরী সৈয়দপুরের বিভিন্ন মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এদের মধ্যে থেকে সেরা ১০ প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। প্রতিযোগিতা শেষে প্রতিযোতিায় অংশ গ্রহনকারী সেরা ১০জনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সোহেল রানা’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপদেষ্টা অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, মো. এরশাদ হোসেন পাপ্পু, বিশিষ্ট ঠিকাদার আলহাজ মো. জয়নাল আবেদীন, ব্যবসায়ী মো. রবিউল আউয়াল রবি, বুলবুল সরকার, মো. জোবায়দুল ইসলাম সাগর, আশরাফুল হক লিটন, ফিরোজ আলম প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রুবেল, উপজেলা সভাপতি এম মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন, ছাত্রনেতা সাকিল চৌধুরী, ছাত্রদল নেতা ফাহিম মুন্তাসির। প্রতিযোগিতা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি মাহিদুল ইসলাম। কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সৈয়দপুর শহরের পার্বতীপুর রোডস্থ সুলতান নগরের আল জামিয়াতুল আহলিয়া সুলতান উলুম মাদ্রাসার শিক্ষার্থী মো. তানভীর ইসলাম, দ্বিতীয় স্থান লাভ করেন শহরের কাজীপাড়া আল জামিয়াতুল আরাবিয়া আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী মো. আব্দুল লতিফ এবং তৃতীয় স্থান অর্জন করেন সৈয়দপুর বিসিক এলাকার আল-মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল মামুন।