স্টাফ রিপোর্টার এরশাদ হোসেন পাপ্পু : সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার হোসাইন মোহাম্মদ আরমানের পিতা বিশিষ্ট ব্যবসায়ী সকলের প্রিয় ব্যক্তিত্ব জব্বার হোসেন আর নেই।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৭ টায় শহরের হাতিখানা লায়ন্স স্কুল এন্ড কলেজ সংলগ্ন বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন থেকে কিডনী ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যকালে স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা, নাতি নাতনী,অসংখ্য আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যু সংবাদে গোটা এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। তাঁকে এক নজর দেখতে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী মহল, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর বাসভবনে ছুটে আসেন। তারা মরহুমের পরিবারের সদস্যদের সান্তনা দেন। এসময় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
শুক্রবার বাদ নামাজে জুম্মা শহরের অফিসার্স কলোনী শাহ আউলিয়া মসজিদ চত্বরে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজ ও দাফনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষজন অংশ নেন। ছাত্রদল সভাপতি আরমানের পিতা স্বজ্জন ও সকলের প্রিয় জব্বার হোসেনের ইন্তেকালে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. এস এম ওবায়দুর রহমান, বিএনপি নেতা শামসুল আলম,ও জিয়াউল হক জিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন আরাফাত, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান জয়, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, কামরান উদ্দিন, সুজাল খান সাজু, নাঈম সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, জেলা তাঁতীদলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আনিছ আনসারী, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও কামার পুকুর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহ, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আওরঙ্গজেব, তোফায়েল মোহাম্মদ আজম, আতিফ আলতাফ, শেখ আহমেদউল্লাহ, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, মিজানুর রহমান মিলন প্রমুখ।