মোঃ রাশেদ বাহাদুর:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নগর টেংগাবো এলাকায় প্রতিষ্ঠিত ইকবাল ফয়েল এন্ড প্যাকেজিং লিমিটেডের কারখানা ও অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইকবাল হোসেন বলেন, ‘বুধবার আনুমানিক ৫টায় দুর্বৃত্তরা আমার মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান ইকবাল ফয়েল এন্ড প্যাকেজিং লিমিটেডের কারখানা ও অফিসে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা নানাবিধ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রতিষ্ঠানের জানালার থাই গ্লাস, আসবাবপত্র ও বিভিন্ন মেশিনারিজ ভাংচুর করে। এসময় ক্যাশে থাকা নগদ দেড় লক্ষ টাকা, দেড় লক্ষ টাকা মূল্যের ৪টি ল্যাপটপ, ১ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ৫টি ডেসস্কটপ কম্পিউটার, ৮০ হাজার টাকা মূল্যের ৮টি জিএফসি স্ট্যান্ড ফ্যান, ১০ হাজার টাকা মূল্যের ৪টি সিলিং ফ্যান, ১ লক্ষ টাকা মূল্যের ৪টি অফিস টেবিল, ৮০ হাজার টাকা মূল্যের ১০টি অফিস চেয়ার, ১০ হাজার টাকা মূল্যের ৪টি ছোট চেয়ার ও টেবিল, সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের ৩০ টি থাই গ্লাস, ৫০ হাজার টাকা মূল্যের ক্রোকারিজ মালামাল, ৩ লক্ষ টাকা মূল্যের সাবমারসিবল পানির পাম্প ও মেশিনারিজ, ৬ লক্ষ টাকা মূল্যের ইলেকট্রিক ক্যাবল, এক লক্ষ টাকা মূল্যের ৮টি সিসি ক্যামেরা, ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন বাতি ও সরঞ্জাম সহ আরো বিভিন্ন মেশিনারিজ লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আমি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করবো।