ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার শেখ হাবিবুর রহমান হাবি (৪২) নামক এক ব্যক্তি মারা গেছেন। তিনি ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামের বাসিন্দা । গত মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। তার এক স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ১৪-১৫ ধরে সৌদি আরবে কাজ করেন। মাঝে মাঝে ছুটিতে দেশে আসেন। তিনি গত মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টার দিকে (সৌদি আরবের সময় বিকাল ৩ টা) সৌদিতে সড়ক ডিভাইডার (বিভাজন) এর কাজ করছিলেন। এ সময় দ্রুত গতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান বলেন, সৌদি মাইক্রোবাস চাপায় আমার গ্রামের হাবিবুর রহমান মারা গিয়েছে।